শিয়ালদহের নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে সারমেয়দের পিটিয়ে খুন করার ঘটনার প্রতিবাদে নামল শহর বর্ধমান। এদিনই এই ঘটনার প্রতিবাদে তীব্র ধিক্কার জানাল বর্ধমানের পশুপ্রেমী সংগঠন ভয়েস ফর দি ভয়েসলেস এবং বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার।
মঙ্গলবার সন্ধ্যায় পশুপ্রেমী সংগঠনগুলির সদস্যরা বর্ধমান টাউন হল থেকে একটি মোমবাতি মিছিল সংগঠিত করেন কার্জনগেট পর্যন্ত। ওই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তুললেন তাঁরা। পশুপ্রেমী সংগঠনগুলির সদস্যরা বলেন, ‘অপরাধীদের এমন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এই ধরণের হিংস্র, অমানবিক কাজ করতে ভয় পায়।’
উল্লেখ্য, রবিবার এনআরএস হাসপাতাল চত্ত্বরে ১৬টি কুকুর ছানার মৃতদেহ এবং একটি মা কুকুরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সোমবার মা কুকুরটিও মারা যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিকে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সারমেয়গুলিকে খুনের অভিযোগে পুলিশ মঙ্গলবার দুই নার্সিং ছাত্রীকে গ্রেফতার করল।