বর্ধমানের সদরঘাটে দামোদরের চড়কে দূষণমুক্ত রাখতে রবিবার পিকনিক করতে আসা মানুষজনের কাছে প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে হাজির হলেন পুলিশ ও বর্ধমান ফুডিজ ক্লাবের সদস্যরা। ইংরেজি নতুন বছর শুরু হতেই ছুটির দিনগুলিতে সদরঘাটে দামোদরের চড়ে পিকনিক করতে আসা মানুষের ঢল নামে। এদিনও বহু মানুষ পিকনিক করতে আসেন সদরঘাটে।

দামোদরের চড়কে প্লাস্টিক মুক্ত রাখতে এবং দূষণ রোধে বর্ধমান ফুডিজ ক্লাব ও বর্ধমান পুলিশের যৌথ উদ্যোগে এদিন পিকনিক করতে আসা মানুষজনের কাছ থেকে থার্মোকলের থালা, বাটি, গ্লাস ইত্যাদি সংগ্রহ করে তাঁদের হাতে পরিবেশ বান্ধব শালপাতার থালা, বাটি ইত্যাদি তুলে দেওয়া হয়। পাশাপাশি পিকনিকে আসা মানুষজনকে থার্মোকল ও প্লাস্টিক ব্যবহারের কুফল নিয়ে সচেতন করা হয়। পুলিশ ও ফুডিজ ক্লাবের এই উদ্যোগকে পিকনিক করতে আসা মানুষজন সহ স্থানীয়রা সাধুবাদ জানান। ফুডিজ ক্লাবের সদস্যরা জানিয়েছেন, জানুয়ারি মাসের বাকি রবিবারগুলিতেও বর্ধমানের বিভিন্ন পিকনিক স্পটে তাঁরা প্লাস্টিক ও থার্মোকল বর্জনের বার্তা নিয়ে হাজির হবেন।



Like Us On Facebook