.

শনিবার বর্ধমান পৌরসভার ৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করা হল বাজেপ্রতাপপুর শিবতলায়। মূলত বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলাদের নিয়ে এদিনের এই অনুষ্ঠানটি পালন করা হয়। পাশাপাশি বিশিষ্ট মহিলাদের সম্বর্ধনাও দেওয়া হয়। কেক কেটে ও বাচ্চাদের চকলেট ও সকলকে মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠানটি পালন করা হয়।উপস্থিত ছিলেন বিদায়ী কাউন্সিলার মহম্মদ আলি, ওয়ার্ড কমিটির সম্পাদক নুরুল আলম, তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদিকা সমাপ্তিকা মন্ডল, যুব নেতা ভবানীপ্রসাদ গুপ্তা সহ অন্যান্যরা।

Like Us On Facebook