ইংরেজি নতুন বছরের শুরুতেই বর্ধমান শহরের গোলাপবাগ এলাকার রমনাবাগান মিনি জু বা বর্ধমান জুলজিক্যাল পার্কে দর্শকদের ঢল নামল। দর্শক মনোরঞ্জনের জন্য চিড়িয়াখানাকে গত প্রায় তিন বছর ধরে ঢেলে সাজিয়ে তোলার কাজ চলছে। ২০১৮ সালের মধ্যেই মিনি জু-এর সামগ্রিক কাজ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও এখনও বেশ কিছু কাজ বাকি আছে বলে জানা গেছে। নতুন বেশ কিছু পশু-পাখি আসার কথা থাকলেও বেশিরভাগই এখনও এসে পৌঁছয়নি। ফলে এদিন চিড়িয়াখানা দেখতে আসা মানুষজন কার্যত হতাশ।

বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মিডিয়া মারফৎ মানুষজন জানতে পারেন রমনাবাগান মিনি জুটিকে ঢেলে সাজানো হচ্ছে। ২০১৮ সালের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাওয়ার কথাও ছড়িয়ে পড়েছিল। ফলে নতুন বছরের প্রথম দিনে দর্শকদের ঢল নামে বর্ধমান জুলজিক্যাল পার্কে। কিন্তু বাড়ির ছোটদের নিয়ে চিড়িয়াখানা ঘুরতে এসে প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশ হয়েই ফিরলেন মানুষজন। বর্তমানে বর্ধমান জুলজিক্যাল পার্কে হরিণ, কুমির, বান্দর, সজারু ছাড়াও আছে আরও বেশ কিছু পশু-পাখি। দর্শকদের মন ভরাতে বেশ কিছুদিন আগেই কর্তৃপক্ষ আরও কিছু পশু-পাখি আনার সিদ্ধান্ত নিয়েছে। লেপার্ড, ভাল্লুক, লেপার্ড ক্যাট, নেকড়ে, শেয়াল সহ বেশ কিছু জলচর পাখি আসার কথা। নতুন সব প্রাণীদের থাকার এনক্লোজার তৈরির কাজও প্রায় শেষ।





Like Us On Facebook