ছবি- সংগৃহীত

ঐতিহ্যবাহী স্কুলের মাঠে ডিজে বাজিয়ে জলসায় নাচ-গান সহ দেদার হুল্লোড়কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল বর্ধমান শহরে। প্রধান শিক্ষকের মাধ্যমে স্কুলের সভাপতিকে প্রতিবাদ পত্র দিলেন স্কুলের প্রাক্তনীরা। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ঘটনা।

বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রাক্তনীদের অভিযোগ, বিদ্যালয়ের মাঠ, রাজেন্দ্র ভবন সহ স্কুলের বিভিন্ন সম্পত্তি শিক্ষামূলক কাজ ছাড়াও অন্য কাজে ভাড়া দেওয়া হচ্ছে। এর ফলে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। প্রাক্তনীদের আরও অভিযোগ, ২৭ ডিসেম্বর বিদালয়ের মাঠটিকে একটি সংস্থাকে ভাড়া দেওয়া হয়। সেই সংস্থা মাঠে একটি জলসার আয়োজন করে। জলসাকে কেন্দ্র করে বিদ্যালয়ের মাঠে চলে অসামাজিক কার্যকলাপ। এরই প্রতিবাদে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা একজোট হয়ে বিদ্যালয়ের মাঠে ভবিষ্যতে এই ধরণের কার্যকলাপ বন্ধ করার দাবিতে প্রধান শিক্ষকের কাছে প্রতিবাদ পত্র দেন। জানা গেছে, স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


Like Us On Facebook