রাজ্যের বাছাই করা ২৬টি সমবায় সমিতিকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আদলে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমস্ত সমবায় সমিতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সমস্ত সুযোগ সুবিধা মিলবে। বৃহস্পতিবার বর্ধমান জেলা সমবায় ইউনিয়ন রেঞ্জ -১ এর উদ্যোগে বর্ধমান টাউন হলে আয়োজিত সভায় এসে একথা জানিয়ে গেলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।
এদিন সমবায় মন্ত্রী জানিয়েছেন, একটা সময় গোটা রাজ্যের ৭১০টি গ্রামে কোন ব্যাঙ্কিং সুবিধাই ছিল না। চলতি ২০১৮ সালের জানুয়ারি মাসে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছতে হবে ব্যাঙ্ককে। তাঁর সেই নির্দেশ পাওয়ার পর বর্তমানে মাত্র ৭৫টি জায়গায় এখনও ব্যাঙ্ক চালু হয়নি। দ্রুত সেখানেও ব্যাঙ্ক চালু করার কাজ চলছে। মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, রাজ্যে কৃষকদের কৃষি উৎপাদনের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের চাষ করতে বিভিন্ন কৃষিযন্ত্র ব্যবহার করার জন্য তাঁদের অনেক টাকা ভাড়া বাবদ দিতে হয়। সেজন্য রাজ্যের ২ হাজার সমবায়কে চিহ্নিত করা হয়েছে। সেগুলিকে নিয়ে ফার্ম মেশিনারি হাব গড়ে তোলা হচ্ছে। সেখান থেকে চাষিরা সস্তায় প্রয়োজনীয় কৃষিযন্ত্র ভাড়া নিতে পারবেন।
বর্ধমান টাউন হলে আয়োজিত এই সভায় অরূপবাবু আবেদন করেন, বিভিন্ন অনুষ্ঠানে ফুলের তোড়া, চাদর, শাল প্রভৃতি বাবদ যে অর্থ খরচ হয় সেই খরচ বাঁচিয়ে সেই টাকাটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিন। সেই টাকায় বহু মানুষের চিকিৎসা, বহু মেধাবীর ভবিষ্যত তৈরি হবে। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সংগঠনের সভাপতি তারাশঙ্কর রায়, সম্পাদক করুণাসিন্ধু হালদার প্রমুখ।