সানাই বাজিয়ে, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে ১০১ জোড়া বিয়ে দিয়ে নজির সৃষ্টি করলেন বর্ধমানের কঙ্কালেশ্বরী কালিবাড়ি গণবিবাহ কমিটি। শনিবার বর্ধমানের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালিমন্দির প্রাঙ্গণে মোট ১০১ জোড়া পাত্র-পাত্রীর বিয়ে দেওয়া হল। এর মধ্যে ৮২ জোড়া হিন্দু পাত্র-পাত্রী এবং ১৯ জোড়া মুসলিম পাত্র-পাত্রী।
হিন্দু ও মুসলিম রীতি মেনে এদিন এই গণবিবাহ অনুষ্ঠিত হল। বাদ যায়নি আলোকসজ্জা থেকে মণ্ডপ সজ্জা। পাত্রদের সোনার আংটি, পাত্রীদের সোনার নাকছবি সহ খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সাইকেল, সেলাই মেশিন, বাসনপত্র, দানসামগ্রী, জীবনবীমা এমনকি ১ মাসের খাবার সামগ্রীও দেওয়া হল।
বিবাহ উপলক্ষে বর, কনেযাত্রী সহ নিমন্ত্রিত প্রায় ৫০০০ লোকের জন্য খাবারের ব্যবস্থাও করা হল এদিন। আর এদিন নজিরবিহীন গণবিবাহের আসরে হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, এলাকার বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, পুরসভার প্রাক্তন পুরপতি ডা, স্বরূপ দত্ত প্রমুখ। গণবিবাহের মূল উদ্যোক্তা এলকর প্রাক্তন কাউন্সিলর খোকন দাস জানিয়েছেন, গত ৪ বছর ধরে তাঁরা এই গণবিবাহের আয়োজন করছেন। প্রথম বছর ৪জন, পরের বছর ১৭জন, গতবছর ৪৩ জনের পর এবছর ১০১ জনের বিয়ে দিয়েছেন।’