বর্ধমান শহরের খোসবাগানে নার্সিংহোমগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে অভিযানে নামল জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন। বুধবার বিকেলে খোসবাগানের দুটি নার্সিহোমে চলে অভিযানে। অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) অরিন্দম নিয়োগী ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রণব রায়ের নেতৃত্বে হয় অভিযান। বেশকিছু অনিয়মের অভিযোগে একটি নার্সিংহোমকে শো-কজ করা হয় বলে জানা গেছে।
বর্ধমান শহরের খোসবাগান এলাকায় যত্রতত্র গজিয়ে উঠেছে নার্সিংহোম। এর মধ্যে বেশ কিছু নার্সিংহোম ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন না মেনেই চলছে। বেশিরভাগ নার্সিংহোমে থাকে না পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী, থাকে না আরএমও। ছোট ছোট ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের রাখা হয়। নার্সিংহোমে যাতায়াতের রাস্তাও অত্যন্ত সরু ফলে দুর্ঘটনা ঘটলে রোগীদের বের করে আনতে সমস্যায় পড়তে হবে। কিছু নার্সিংহোমে পর্যাপ্ত সুবিধা ও পরিকাঠামো ছাড়াই আইসিসিইউর নামে রোগীদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হয়। এদিনের অভিযানে দেখা যায় একটি নার্সিংহোমে নেই কোন আরএমও, নেই প্রশিক্ষিত নার্সিং স্টাফ। ওই নার্সিংহোমটিকে বৃহস্পতিবার শো-কজের চিঠি পাঠানো হবে বলে জানা গেছে।