টোটো ও ট্র্যাক্টারের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হল। আহত ৫ জন। মৃত দুই টোটো যাত্রীর নাম কার্তিক সাহা (৩২) এবং রবীন্দ্রনাথ প্রামাণিক (৬২)৷ কার্তিক সাহার বাড়ি কলকাতার বেলঘরিয়া এলাকায়। রবীন্দ্রনাথ প্রামানিকের বাড়ি মুর্শিদাবাদের পাঁচথুপি এলাকায়। ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের উপর গাঙ্গুলিডাঙ্গার কাছে। আহতদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে এক মহিলার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা নাগাদ শ্রীখণ্ড গ্রাম থেকে টোটোয় চড়ে কাটোয়ার দিকে আসছিলেন এক শিশু সহ ছয় জন। বর্ধমান-কাটোয়া রোডে গাঙ্গুলিডাঙার কাছে রাস্তার একটি মোড়ে টোটোর সামনে একটি গরু চলে আসে। সেই সময় গরুটিকে পাশ কাটিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্র্যাক্টর উল্টে যাওয়া টোটোয় ধাক্কা মারে। ট্র্যাক্টরের চাকায় পিষে যায় টোটোয় থাকা দুই যাত্রীর দেহ৷ এরপর ট্র্যাক্টরটিও উল্টে যায়৷ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন টোটোয় থাকা পাঁচ যাত্রী এবং মৃত্যু হয় দু’জনের। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির করেন৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টোটো এবং ট্র্যাক্টরটি বাজেয়াপ্ত করেছে৷