এক যুবকের ঝলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার দাঁইহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ড এলাকায়। মৃতের নাম কার্তিক বিশ্বাস(৩৫)। কাটোয়ার চরপাতাইহাট এলাকার বাসিন্দা। কার্তিকবাবু পেশায় দর্জি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভবত ঋণের দায়ে হতাশায় আত্মঘাতী হয়েছেন ওই যুবক। প্রতিবেশীরা জানিয়েছেন, বহুদিন ধরেই কার্তিকের লটারির টিকিট কাটার নেশা ছিল। তার সঙ্গে বিভিন্ন সংস্থায় প্রচুর টাকা দেনা করেছিলেন। তাছাড়া ব্যক্তিগতভাবেও অনেকের কাছে টাকা ধার করেছিলেন। পাওনাদারদের তাগাদা লেগেই ছিল। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দুরে চরপাতাইহাট প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ওই যুবকের ঝুলন্ত দেহটি উদ্ধার করে পুলিশ। শনিবার পুলিশ দেহটি ময়নাতদন্ত পাঠিয়েছে।
Like Us On Facebook