ইসিএলের বাঙ্কোলা এরিয়ার নাকরাকোন্দা কোলিয়ারিতে শুক্রবার সকাল থেকে উৎপাদন বন্ধ থাকল। শ্রমিকদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ হঠাৎ করে নাকরাকোন্দা কোলিয়ারির আন্ডারগ্রাউন্ড লোডারদের কৌশলে পদোন্নতি করেছে। কর্মীদের অভিযোগ ভূগর্ভস্থ খনি বন্ধ করে খোলামুখ খনি করতে কর্তৃপক্ষ কৌশলে লোডারদের প্রমোশন দিয়ে সাধারণ মজদুর করে দিয়েছে। এতেই ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা কোলিয়ালরির কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হন।
শ্রমিকদের অনুমান এইভাবে ইসিএর কর্তৃপক্ষ পরিকল্পনা মাফিক চক্রান্ত করছে। নাকরাকোন্দা কোলিয়ারির খনিগর্ভে প্রচুর কয়লা মজুদ থাকা সত্বেও ইসিএল কর্তৃপক্ষ শ্রমিকদের বঞ্চিত করে মোটা মুনাফা অর্জনের জন্য খোলা মুখ খনি করতে শ্রমিকদের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে পরোক্ষভাবে আন্ডারগ্রাউন্ড লোডারদের জেনারেল শ্রমিকের পদে কাজ করার নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। শুক্রবার ইসিএল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোলিয়ারির উৎপাদন বন্ধ করে শ্রমিকরা ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হন।