আগামী ১৩ ও ১৪ নভেম্বর ছট পুজো উপলক্ষে শনিবার বর্ধমানের দামোদর নদের সদরঘাটে প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জী। সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ অফিসাররাও।
প্রতি বছর ছট পুজো উপলক্ষে দামোদর নদে প্রচুর সংখ্যক ভক্ত সমাবেশ হয়। এবারেও লোক সমাগম বাড়বে বলেই মনে করছেন ছট পুজো ওয়েলফেয়ার সমিতির কর্মকর্তারা। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এবারই প্রথম ছট পুজোর জন্য সদরঘাটে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার করা হচ্ছে। থাকছে প্রচুর পরিমাণে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। ওয়াচ টাওয়ারে কর্মরত পুলিশ কর্মীদের হাতে দেওয়া হবে দুরবীন। থাকবে ড্রাগন লাইটের ব্যবস্থাও। সদরঘাটে যাওয়া এবং আসার জন্য এবারই প্রথম পৃথক রাস্তার ব্যবস্থা করা হচ্ছে।
Like Us On Facebook