বর্ধমানের পুলিশ লাইন এলাকার সোনার দোকান থেকে গয়নার বাক্স হাতানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম অসীম বাগ। বাড়ি পূর্বস্থলী থানায়। বৃহস্পতিবার রাতে বর্ধমান স্টেশন এলাকা থেকে বর্ধমান থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকমাস আগে বর্ধমানের পুলিশ লাইন বাজার এলাকার একটি সোনার দোকানে অলঙ্কার কিনতে আসে এক যুবক। বিভিন্ন অলঙ্কার দেখার ফাঁকে দোকানদারের অন্যমনস্কতার সুযোগে একটি গয়নার বাক্স নিয়ে চম্পট দেয় ওই যুবক। থানায় অভিযোগ দায়ের করেন সোনার দোকানের মালিক। পুলিশ বিভিন্ন দাগি অপরাধীর ছবি দেখায় দোকান মালিককে। ছবি দেখে অসীম বাগকে সনাক্ত করেন দোকানের মালিক। এরপর তদন্তে নেমে বৃহস্পতিবার অসীম বাগকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। ধৃতকে চার দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।