.

বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের (বিপিসিসি) উদ্যোগে শুক্রবার বস্তিবাসী শিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করা হয়। বর্ধমান শহরের ভাতছালা এলাকায় বিপিসিসির উদ্যোগে আয়োজিত ভাইফোঁটায় শিশুদের পড়াশোনায় উৎসাহ দিতে খাতা, পেন প্রভৃতি দেওয়া হয়। এদিন সকালে বীরহাটা, ভাতছালা এলাকার বস্তিবাসী ভাইদের বোনেরা ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করায়। এই উপলক্ষে এদিন এলাকার শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।


Like Us On Facebook