গোপন সূত্রে খবর পেয়ে দুনম্বর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে ২৬১ কেজি গাঁজা উদ্ধার করল মেমারি থানার পুলিশ। গ্রেফতার গাঁজা পাচার করা ৪০৭ ট্রাকের চালক। ধৃতের নাম রাজকুমার রায় (৫০)। বাড়ি বিহারের বৈশালী জেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মেমারি থানার পুলিশ পালসিট টোল প্লাজায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ গাঁজা। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ধূলাগড় থেকে একটি ৪০৭ গাড়িতে মাল বোঝাই করার পর ডানকুনি থেকে ২০ লক্ষ টাকা মূল্যের ২২টি গাঁজার প্যাকেট ওই গাড়িতে তোলা হয়। বিহারের কোন একটি জায়গায় সেই গাঁজা ডেলিভারি দেওয়ার কথা ছিল। তার আগেই শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে গাঁজা নিয়ে যাওয়া ৪০৭ গাড়িটি পালসিট টোল প্লাজায় আটক করে। এই গাঁজা পাচারের নেপথ্যে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।




Like Us On Facebook