ট্রাকের চাকায় লেগে ছিটকে আসা পাথরের টুকরোর আঘাতে এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমানের পালিতপুর মোড় এলাকা। মৃতের নাম ভাস্কর ঘড়ুই (১২)। বাড়ি পালিতপুর গ্রামে। এই ঘটনায় বর্ধমান-কাটোয়া রোড অবরোধ করে উত্তেজিত জনতা। ব্যাপক ভাঙচুর করা হয় টোল সংগ্রহের অফিস ঘরে।

স্থানীয় মানুষজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে পালিতপুর থেকে সিজেপাড়া যাওয়ার লিংক রোডের বেহাল অবস্থার কথা প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি। গত বৃহস্পতিবার এই বেহাল রাস্তা দিয়ে একটি ট্রাক যাওয়ার সময় ট্রাকের চাকায় লেগে একটি পাথরের টুকরো ছিটকে গিয়ে লাগে ভাস্করের বুকে। তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসার পর তাকে শুক্রবার ছেড়ে দেওয়া হয়। এরপর শনিবার সকালে ফের সে অসুস্থ হয়ে পড়ে। ভাস্করকে এদিন সকালে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পালিতপুর মোড়ে তার মৃত্যু হয়। এরপরই উত্তেজনা বাড়ে। মৃতদেহ রাস্তায় নামিয়ে রাখে রাস্তা অবরোধে সামিল হন গ্রামবাসীরা।

উত্তেজিত জনতা পালিতপুর লিংক রোড কাটতে শুরু করলে কর্তব্যরত সাংবাদিকরা তার ছবি তুলতে যায়। সেই সময় উত্তেজিত জনতা সাংবাদিকদের আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বর্ধমান থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে-সুঝিয়ে অবরোধ তোলে।




Like Us On Facebook