বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। পুলিশের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বর্ধমানের দেওয়ানদিঘি থানার জামার গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জামার গ্রামে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল একটি গোষ্ঠী। এই নিয়ে অপর একটি গোষ্ঠীর সঙ্গে বচসা থেকে মারপিট শুরু হয়ে যায়। কয়েকটি বাইক ভাঙচুর করা হয় এবং ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেওয়ানদিঘি থানার পুলিশ। পুলিশ এলে পুলিশকে ইট-পাটকেল ছোঁড়া হয়। লাঠি-বাঁশ নিয়ে তাড়া করা হয়। ঘটনায় কয়েকজন পুলিশ জখম হন। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে। পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে।
Like Us On Facebook