বৃহস্পতিবার গাঁজা সহ এক যুবককে গ্ৰেফতার করল রায়না থানার পুলিশ। ধৃতের নাম সম্পদ জৈন ওরফে বাপি(৩৪)। বাড়ি রায়না থানার সেহারা বাজার পাওয়ার হাউস পাড়ায়। শুক্রবার ধৃতকে আদালতে তোলে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্পদ দীর্ঘদিন ধরেই গাঁজা ব্যবসার সাথে যুক্ত আছে। বৃহস্পতিবার রাতে সেহারা বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি বড় ব্যাগ নিয়ে যাচ্ছিল সম্পদ। সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে এবং তল্লাশি চালিয়ে সম্পদের কাছ থেকে সাড়ে ২৩ কেজি গাঁজা উদ্ধার করে। সে গাঁজা এনে রায়না ও খণ্ডঘোষের বিভিন্ন জায়গায় বিক্রি করত। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই কারবারে তার সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে তোলে পুলিশ। তদন্তকারী অফিসারের আবেদনে সাড়া দিয়ে আদালত ধৃতের সাত দিন পুলিশ হেফাজত মঞ্জুর করে।
Like Us On Facebook