পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ যুবকের। পরে অসুস্থ হয়ে পড়লে ওই যুবকের মৃত্যু হয়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের ঊষাগ্রাম এলাকায়। মৃত যুবকের নাম অখিলেশ পাসোয়ান (২৮)। ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঊষাগ্রাম এলাকায় একটি জুয়ার ঠেকে হানা দেয়। ওই সময় পুলিশের হাত থেকে বাঁচতে অখিলেশ পালাতে গিয়ে একটি পুকুরে ঝাঁপ দেয়। পরে পুলিশ তাকে পুকুর থেকে উদ্ধার করে এবং অখিলেশ অসুস্থতা বোধ করায় তাঁকে তাঁর বাড়ির কাছে ছেড়ে দেয়। এরপর অখিলেশকে স্থানীয়রা আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর এলাকাবাসী উত্তেজিত হয়ে ক্ষতিপূরণ এবং দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে বুধবার রাতে আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখায়।
পুলিশের দাবি, বুধবার রাতে পুলিশ জুয়ার ঠেকে হানা দিলে এক ব্যক্তি পালাতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে সে পুকুর থেকে উঠে বাড়ি চলে যায়। এরপর বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ও আসানসোলের মেয়র অখিলেশের পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন বলে জানা গেছে।