বর্ধমান শহর সংলগ্ন বৈকুন্ঠপুরে চাঁদনী পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়।
স্থানীয় বাসিন্দা বিবেকানন্দ পাল, গোপাল হেমব্রমরা জানান, গোটা এলাকায় এই চাঁদনী পুকুরটি ছাড়া অন্য কোন আর পুকুর নেই। প্রায় চার বিঘে জমি নিয়ে পুকুর। বেশ কয়েকদিন ধরেই বালি ফেলে পুকুরটি বোঝানো হচ্ছে। মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা বাধা দিলে পুকুর ভরাটের কাজ বন্ধ হয়। পুকুরটি বেশ কয়েকবার হাত বদল হয়ে বর্তমানে কলকাতার একটি বেসরকারী সংস্থা কিনেছে। সেই সংস্থার উদ্যোগেই রীতিমতো ডাম্পারে করে দামোদর থেকে বালি নিয়ে গিয়ে পুকুর বোঝানোর কাজ চলছে জোরকদমে। জেসিবি মেশিন দিয়ে বালি গোটা জলাশয়ে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা পুকুর ভরাটে বাধা দিলে বর্ধমান থানার পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশ পুকুর ভরাট বন্ধ রাখার নির্দেশ দেয়।
বেসরকারী সংস্থার কর্মী মফিজুল হক জানান তারা কোন বেআইনি কাজ করেন নি। বর্ধমান উন্নয়ন সংস্থা (বিডিএ), জেলা ভূমি সংস্কার আধিকারিকের দফতর থেকে অনুমতি নিয়েই পুকুর ভরাটের কাজ করছেন। এই চাঁদনী পুকুরটি ভরাট করা হচ্ছে বলে বৈকুণ্ঠপুরের পাশে প্যামড়াতে সমপরিমাণ জায়গায় নতুন একটি পুকুর সংস্থার পক্ষ থেকে খনন করা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানান নতুন করে কোন পুকুর খনন করা হয় নি। প্যামড়া থেকে মাটি কেটে নিয়ে গেছে। ফলে বেশ কিছুটা জায়গায় গর্ত হয়েছে।