চোর অপবাদে বাপন দাস (৩২) নামে এক যুবককে মারধরের অভিযোগ প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে। অপমানে আত্মঘাতী হল ওই যুবক। ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির পিলখুড়ি এলাকায়।
মৃতের পরিবারের অভিযোগ, লক্ষ্মীপুজোর দিন এক প্রতিবেশীর বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। সেখানে বাপন আমন্ত্রিত ছিল। কিন্তু শনিবার হঠাৎ ওই পরিবার থেকে বাপনকে চল্লিশ হাজার টাকা চুরি করার অপবাদ দেওয়া হয়। এমনকি তাঁকে মারধরও করে বলে অভিযোগ। এরপরই শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় বাপন। তারপর তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে বাড়ির কিছুটা দূরে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। থানায় কোন লিখিত অভিযোগ না হলেও মৃত যুবকের পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, ওই দম্পতি মিথ্যা চোর অপবাদ দেওয়ার জন্যই অপমানে আত্মহত্যা করে বাপন।
Like Us On Facebook