অভিনব কায়দায় স্কুলছাত্রকে বোকা বানিয়ে তার হাতে থাকা একটি সোনা ও একটি রুপোর আংটি হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছিল দুই প্রতারক। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এক প্রতারককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আব্দুল মকিম। বাড়ি মাধবডিহি থানার বঠিরি গ্রামে। শনিবার ভোরে বর্ধমান হাসপাতাল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করলে আদালত দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান শহরের খালুইবিল এলাকার বাসিন্দা বর্ধমান টাউন স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্র মঙ্গলবার সকালে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে দুই প্রতারকের খপ্পরে পড়ে। প্রতারকরা ওই ছাত্রের কাছে প্রথমে এক চিকিৎসকের ঠিকানা জানতে চায়। এরপর নানান কথার ফাঁদে ফেলে ছাত্রটিকে বোকা বানিয়ে তার হাতে থাকা একটি সোনার ও একটি রুপোর আংটি নিয়ে চম্পট দেয়। এরপর প্রতারিত হয়েছে বুঝতে পেরে ওই ছাত্র থানায় অভিযোগ দায়ের করে। বর্ধমান থানার পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে প্রতারকদের সনাক্ত করে একজনকে গ্রেফতার করে। অপরজনকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ছাত্রটি জানায়, প্রতারকদের কথায় সে সম্মোহিত হয়ে পড়ে হাতের আংটি খুলে তাদের হাতে দিয়েছিল।