হস্টেলের হাল ফেরানোর দাবিতে কলেজে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বর্ধমান হোমিওপ্যাথি কলেজের একদল পড়ুয়া। শনিবার সকাল থেকে হস্টেল সংস্কারের দাবিতে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ছাত্ররা। তারা হস্টেল সুপারের পদত্যাগ দাবি করেন।
হোমিওপ্যাথি কলেজের হস্টেলের আবাসিকরা জানান, প্রতি মাসে হস্টেল বাবদ তাদের সাড়ে পাঁচশ টাকা দিতে হয়। তারপর আলাদা ভাবে ইলেকট্রিক বিল। হস্টেলের জন্য ১০ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিটও করতে হয়েছে। তারপরেও কেন এই পরিষেবার হাল, প্রশ্ন তুলছেন সকলেই। আবাসিক মহিন হাসান জানান, হস্টেলে মাঝে মধ্যেই সাপ ঢুকে পড়ে। ইলেকট্রিক চলে গেলে কোন বিকল্প ব্যবস্থা থাকে না। হ্যারিকেন বা চার্জার লাইটই ভরসা। অসম থেকে পড়তে আসা এই হস্টেলের আবাসিক অংশুমীর শর্মার দাবি, হোস্টেলের জন্য কোন সাফাই কর্মী থাকে না। রাতে নেই কোন প্রহরীও। ফলে এক কথায় সমস্যায় জর্জরিত তারা। বারবার অনুরোধ, চিঠি দিয়েও কোন রকম ফল না মেলায় তারা এদিন বিক্ষোভ দেখান বলে দাবি আন্দোলনকারীদের। মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় ভিতরে আটকে পড়েন কলেজের প্রিন্সিপ্যাল সহ আধিকারিকরা। যদিও রোগীদের আটকে রাখা হয়নি। তারা হস্টেল সুপারের পদত্যাগের দাবিতে অনড় থাকেন। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ পান্নালাল দে কার্যত পড়ুয়াদের দাবি মেনে নিয়ে জানান, সমস্যা আছে। কিন্তু টাকার অভাবে সমস্যা মেটানো সম্ভব হচ্ছে না। তবে হোস্টেলের ছাদের সংস্কার খুব তাড়াতাড়ি করা হবে।