.
বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজনে এখন সকলেই ব্যস্ত। পুজো আয়োজনের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হলেও মা লক্ষ্মীর আরাধনায় পিছপা নয় বর্ধমান। বর্ধমানের রানিগঞ্জ বাজার, তেঁতুলতলা বাজার, স্টেশন বাজার, রথতলা বাজার, বিবেকানন্দ কলেজ মোড়, বড়নীলপুর, নতুনগঞ্জ, বি সি রোড সর্বত্রই মানুষ কেনাকাটায় ব্যস্ত। রানিগঞ্জ বাজার, কার্জন গেট, বি সি রোড, কোর্ট চত্বর সহ বিভিন্ন এলাকায় প্রতিমা বিক্রেতারা হাজির হরেক প্রতিমার সম্ভার নিয়ে। বিভিন্ন দামে প্রতিমা পাওয়া যাচ্ছে। ক্রেতাদেরও ঢল নেমেছে প্রতিমা বিক্রেতাদের দোকানে দোকানে।
Like Us On Facebook