বুদবুদ থানার কোটা গ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ছাত্র। ছাত্রের নাম সোমিধী দাস (১৮)। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ একটি ডাম্পার পানাগড় থেকে কোটা গ্রামের সিমেন্ট কারখানার দিকে পানাগড় শিল্পতালুকের রাস্তা ধরে দ্রুত গতিতে যাওয়ার সময় কোটা গ্রামের চৌমাথার কাছে ওই ছাত্রকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হতে দুর্গাপুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন ওই রাস্তায় ডাম্পার সহ অন্যান্য ভারী গাড়ি দ্রুত গতিতে চলাচল করে। যার জন্য সব সময়ই দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায়। স্থানীয়দের দাবি, কোটা চৌমাথায় ট্রাফিক মোতায়েন করা হোক একই সাথে গাড়িগুলির গতি নিয়ন্ত্রণ করা হোক। দুর্ঘটনার পরই স্থানীয়রা পানাগড় শিল্পতালুকের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ গেলে তাদের ঘিরে চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে।