প্রচুর বাজি বাজেয়াপ্ত করল পূর্ব বর্ধমান জেলা দুর্নীতিদমন শাখা। অবৈধ বাজির কারবার চালানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শেখ গিয়াসুদ্দিন, শেখ বাদশা ও আসগর আলি।
দুর্নীতিদমন শাখা সূত্রে জানা গেছে, বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারের তিনটি দোকানে প্রচুর পরিমাণে বাজি মজুত করে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে বুধবার দুপুরে দোকানগুলিতে হানা দেয় জেলা দুর্নীতিদমন শাখা। প্রচুর পরিমাণে চকোলেট বোম, কালী পটকা, তুবড়ি, সেল বোমা প্রভৃতি উদ্ধার হয়। বাজি বিক্রির বৈধ কোন কাগজপত্র ছিল না বলে দাবি দুর্নীতিদমন শাখার। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়। ধৃতদের জামিন মঞ্জুর করেন বিচারক।
Like Us On Facebook