আসন্ন লোকসভা নির্বাচনের আগে গোটা রাজ্য জুড়ে নয়নয় করেও প্রায় ৩৮ শতাংশ ভোটাধিকারে ক্ষমতাবান ঘোষ সম্প্রদায়ের সদস্যরা রীতিমত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কপালে চিন্তার ভাঁজ এঁকে দিল বুধবার। বুধবার ঘোষ এবং গাভী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি বাপ্পাদিত্য ঘোষ জানিয়েছেন, দিনের পর দিন তাঁরা বঞ্চনার শিকার হয়ে থাকবেন – এটা হতে পারে না। এতদিন ধরে তাঁরা দাবিই জানিয়ে এসেছেন। কিন্তু কোন সুরাহা হয়নি। দুধের থেকে জলের দাম বেশি – এই অবস্থার পরিবর্তন চান তাঁরা। আর এই একাধিক বঞ্চনার প্রতিবাদে এবং সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বুধবার পূর্ব বর্ধমানের কার্জন গেটে জিটি রোডে দুধ ঢেলে বিক্ষোভ দেখালো ঘোষ এবং গাভীক ল্যাণ সমিতি।

দুধ, ছানার সরকারী সহায়ক মুল্য নির্ধারণ সহ রাজ্যের জনসংখ্যার ৩৮ শতাংশ ঘোষ সম্প্রদায় হওয়ায় জনপ্রতিনিধি নির্বাচনে তাঁরা সংরক্ষণের দাবি তোলেন। এদিন মোট ২০ দফা দাবি নিয়ে বর্ধমান টাউন হলে সংগঠনের রাজ্য সম্মেলনও অনুষ্ঠিত হয়। দুই বর্ধমান ছাড়াও হুগলী, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া থেকেও এদিন কয়েক হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।

বাপ্পাদিত্য ঘোষ বলেন, ইতিমধ্যে তাঁরা বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং তাঁদের অসুবিধা ও সমস্যাগুলিকে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি। আর তাই লোকসভা নির্বাচনের আগে এদিনই তাঁরা কলকাতায় এই সমাবেশ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের সেই অনুমতি দেওয়া হয়নি। বাধ্য হয়েই এদিন তাঁরা বর্ধমান শহরে এই সমাবেশ করেছেন। তিনি জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাঁরা নির্ণায়ক শক্তি হবেন। যে রাজনৈতিক দল তাঁদের সমস্যা সমাধান করবেন এবং তাঁদের সঙ্গে বসে সমস্ত রকমের আলোচনা করবেন রাজ্যের ৩৮ শতাংশ ঘোষ সম্প্রদায়ের ভোট তাঁদের ঝুলিতেই পড়বে। অন্যান্যদের মধ্যে এদিন এই সমাবেশে বক্তব্য রাখেন শান্তিনিকেতনের অধ্যাপক শ্রীনিবাস ঘোষও। তিনিও এদিন ঘোষ সম্প্রদায়ের প্রতি বঞ্চনার বিষয়টি তুলে ধরেন।


Like Us On Facebook