মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে সবচেয়ে বেশি শ্রমদিবস ও স্থায়ী সম্পদ তৈরির জন্য পূর্ব বর্ধমান জেলাকে সেরার শিরোপা দিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ দফতর।
শুক্রবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের অ্যানেক্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ দফতর প্রদত্ত ট্রফি ও শংসাপত্র সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু সহ জেলা ও ব্লক স্তরের আধিকারিকরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, এই সম্মান আমাদের টিম ওয়ার্কের ফসল। এই সাফল্যকে ধরে রাখতে হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাস চারেক আগে একশো দিন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আসেন কেন্দ্রের অ্যাওয়ার্ড কমিটির সদস্যরা। পূর্ব বর্ধমান জেলায় ৯টি ব্লক এবং ১৩টি গ্রাম পঞ্চায়েত তাঁরা পরিদর্শন করেন। খতিয়ে দেখেন ১০০ দিনের প্রকল্পের বিভিন্ন ধরণের প্রকল্পের কাজ। স্বনির্ভর গোষ্ঠী গঠন, ইকো পার্ক, পশুপালন, ঢালাই রাস্তা, গ্রামীণ হাট, বৃষ্টির জলকে সংরক্ষণ, উদ্যানপালন প্রভৃতি প্রকল্পের কাজ খতিয়ে দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করে যান।