বর্ধমান শহরের ময়ূরমহল মাতৃ সংঘের এবারের থিম ‘স্বপ্ন উড়ান’। ষষ্ঠ বর্ষে বাজেট প্রায় ২১ লাখ টাকা। থিম ভাবনায় কালনার শিল্পী সাধন দেবনাথ। নেট, ফোম, থার্মোকল, পুট্টি ইত্যাদি দিয়ে কাল্পনিক স্বপ্নের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে মণ্ডপে।

গতবছর ময়ূরমহল মাতৃ সংঘের থিম ‘মৌমাছির দেশ’ যথেষ্ট সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। বিশেষ করে কচিকাঁচারা মণ্ডপে মৌমাছির জীবন চক্র দেখে অভিভূত হয়েছিল। এবারও ছোটদের কথা মাথায় রেখেই পুজোর কটা দিন তাদের স্বপ্ন উড়ানে সওয়ার করতে উদ্যোগী হয়েছেন উদ্যোক্তারা। ময়ূরমহল মাতৃ সংঘের এবারের থিমও কচিকাঁচাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা রাখছেন পুজো উদ্যোক্তরা।




Like Us On Facebook