স্কুলে নীচু ক্লাসের ছেলেদের শরীরে সূচ ফুটিয়ে দেওয়ার অভিযোগ উঠল উঁচু ক্লাসের ছেলেদের বিরুদ্ধে। পাশাপাশি ছোটদের ভয় দেখিয়ে টাকা চাওয়ারও অভিযোগ উঠল উঁচু ক্লাসের ওই ছাত্রদের বিরুদ্ধে। শেষেমেশ অসু্স্থ হয়ে এক ছাত্র বুধবার রাতে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হলে প্রকাশ্যে আসে ঘটনার কথা। কাটোয়া কাশীরাম দাস বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার এমনই জবানবন্দি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার দুপুরে নির্যাতিত ছাত্র ও তাদের অভিভাবকদের নিয়ে স্কুলে তদন্তে যায় কাটোয়া থানার পুলিশ। ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিন্টু সিনহা সাংবাদিকদের বলেন, যাদের নামে অভিযোগ তাদের অভিভাবকদের ডাকা হবে। স্কুলে বৈঠক করা হবে। আর যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর দেওয়া হবে।’ এবিষয়ে কোন লিখিত অভিযোগ জমা না পড়লেও পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বিষয়টি।