পুজোয় অতিরিক্ত রোজগারের আশায় ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন কালনার ১৫ জন ঢাকি। গত কয়েক বছেরে মতো এবারও কেউ মুম্বাই, কেউ পুনে কেউ বা উত্তর প্রদেশে পাড়ি দিচ্ছেন সেখানের পুজো মণ্ডপে ঢাক বজাতে। কিছু বেশি রোজগারের আশায় এই দিন গুলোর অপেক্ষায় ষাকেন কালনার ওই ঢাকিরা।
জানা গেছে, বছরের অন্য সময়ে তাঁরা কেউ ভ্যান রিক্সা, কেউ দিনমজুর, কেউবা তাঁতের কাজ করেন। বছরের বেশিরভাগ সময়ই নুন আনতে পান্তা ফুরোনো এই পরিবারের রোজগেরে সদস্যরা পুজো আসার বেশ কিছুটা আগে থেকেই সযত্নে তুলে রাখা ঢাক নামিয়ে বাজানোর প্র্যাকটিস শুরু করে দেন। কারণ ভিন রাজ্যে ভাল ঢাক বাজিয়ে মানুষকে খুশি করতে পারলে মেলে মোটা বকশিস।
প্রকাশ দাস, তোতোন দাস ও সুকুমার ঢালিরা জানান, আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ডাক আসতো। মাথা পিছু ৮-১০ হাজার টাকা পাওয়া যেত। ভিন রাজ্যে গেলে মাথা পিছু ২০-২৫ হাজার টাকা সঙ্গে বকশিসও মেলে ভালই। দুর্গা পুজোর কয়েকটা দিন বাড়ির বাইরে থাকতে কষ্ট হলেও বাড়তি আয়ের টাকায় পরের কয়েক মাস পরিবারে সচ্ছলতা আসে। এতেই আমাদের আনন্দ।