ছবি-সংগৃহীত

মঙ্গলকোটের কুলসোনা গ্রামে দাদাকে খুনের অভিযোগের মামলায় অভিযুক্ত ভাই ইয়াসিন শেখকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন কাটোয়া অতিরিক্ত জেলা বিচারক অনির্বাণ দাস।

জানা গেছে, ২০১৩ সালে ২০ জুলাই মঙ্গলকোটের কুলসোনা গ্রামের বাসিন্দা আসগর শেখ নামে এক কৃষক মাঠে জমি দেখতে গিয়ে খুন হয়েছিলেন। এই ঘটনায় নিহতের মেয়ে ওয়েলেসা বেগম তাঁর কাকা ইয়াসিন শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। জানা গেছে, জমির আল দেওয়া নিয়ে ইয়াসিনের সঙ্গে তাঁর দাদা আসগরের বিবাদ চলছিল। তার জেরেই ওইদিন মাঠে কোদালের বাঁট দিয়ে আসগরকে খুন করা হয় বলে অভিযোগ জানিয়েছিলেন ওয়েলেসা। সেই মামলায় অভিযুক্ত ইয়াসিনকে বুধবার যাবজ্জীবন সাজা ঘোষণার সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

Like Us On Facebook