মামার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ভাগ্নে ও তার এক সহযোগীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কালনাগেট এলাকায়।বর্ধমান থানার পুলিশ ভাগ্নে সুরজিৎ মণ্ডল ও তার সহযোগী অনিবার্ণ সাহাকে গ্রেফতার করেছে।
জানা গেছে, শিবপ্রসাদ চ্যাটার্জী বর্ধমানের এসবিআইয়ের আঞ্চলিক শাখার চতুর্থ শ্রেণীর কর্মী। গত আগস্ট মাসে তাঁর অ্যাকাউন্ট থেকে ৯৬ হাজার টাকা তুলে নেওয়া হয়। তিনি গোটা বিষয়টি বর্ধমান থানায় জানান। পাশাপাশি তিনি তাঁর এটিএম কার্ডটি ব্লক করে দেন। তারপর ফের তাঁর অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে ১১ হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন শিবপ্রসাদবাবু। তিনি ফের বর্ধমান থানার স্মরণাপন্ন হন।
পুলিশ তদন্ত নেমে জানতে পারে শিবপ্রসাদবাবুর ভাগ্নে সুরজিৎ ও তার সঙ্গী অনিবার্ণ একটি পেটিএম অ্যাকাউন্ট খুলে শিবপ্রসাদ চ্যাটার্জীর অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করেছে ওই পেটিএম অ্যাকাউন্টে। ধৃত দুজনকে শুক্রবার আদালতে তোলা হয়। আদালত ধৃতদের ৭ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।