বৃহস্পতিবার ডাউন শিপ্রা এক্সপ্রেসের কামরা থেকে চুরি যাওয়া লাগেজ আধ ঘন্টার মধ্যেই উদ্ধার করল বর্ধমান স্টেশনের আরপিএফ। চুরির অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ধৃতের নাম রাজু চৌহান। কুলটির নিয়ামতপুরের বাসিন্দা।

আরপিএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ ডাউন শিপ্রা এক্সপ্রেসের এস-৯ কামরা থেকে এক ব্যক্তির একটি স্যুটকেস চুরি যায়। অভিযোগ পেয়ে হাওড়া স্টেশনের আরপিএফ মারফৎ ওই যাত্রীর কাছ থেকে স্যুটকেসের বিবরণ জেনে নিয়ে তৎপরতা শুরু করে বর্ধমানের স্টেশনের আরপিএফ। পাশাপাশি জিআরপিকেও ঘটনার ব্যাপারে সতর্ক করা হয়।

এরপর সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ টহলরত আরপিএফ জওয়ানরা বর্ধমান স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এক ব্যক্তিকে চুরি যাওয়া স্যুটকেসের মতোই একটি স্যুটকেস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই ব্যক্তির স্যুটকেস তল্লাশি করার জন্য খুলতে বললে দেখা যায় তার কাছে চাবি নেই। এরপর ওই ব্যক্তিকে আটক করে স্যুটকেসের ছবি হোয়াটস অ্যাপ মারফৎ অভিযোগকারী যাত্রীর কাছে পাঠানো হয়। তিনি স্যুটকেসটি তাঁর বলে সনাক্ত করলে তাঁকে বর্ধমান স্টেশনে আসতে বলে আরপিএফ। তিনি বর্ধমানে এসে অভিযোগ দায়ের করলে রাজু চৌহানকে চুরির অভিযোগে গ্রেফতার করে জিআরপি’র হাতে তুলে দেয় আরপিএফ।

Like Us On Facebook