.
পাচারের আগেই বর্ধমান স্টেশন থেকে প্রায় ২০০ টিয়া পাখি উদ্ধার করল বর্ধমান জিআরপি। বৃহস্পতিবার সকালে বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের আসানসোলের দিকে বেশ কয়েকেটি ব্যাগ দেখতে পায় টহলরত জিআরপি কর্মীরা। ব্যাগগুলি উদ্ধার করে নিয়ে এলে দেখা যায় সব ব্যাগেই ঠাসা রয়েছে টিয়াপাখি। জিআরপি সুত্রে জানা গেছে, ৭টি ব্যাগে প্রায় ২০০ টিয়াপাখি উদ্ধার হয়েছে। পাখিগুলি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
Like Us On Facebook