পেট্রল ও ডিজেল মূল্যবৃদ্ধি সহ কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আজ, সোমবার ভারত বনধের সমর্থনে বর্ধমান শহরে বামেদের মিছিল। নেতৃত্বে রাজ্য কমিটির নেতা অমল হালদার ও সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক। মিছিলটি পার্কাস রোড জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে আবার জেলা কার্যালয়ে শেষ হয়।
এদিন সকালে বনধের কোন প্রভাব চোখে পড়ে নি বর্ধমান শহরে। ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক। বর্ধমান-হাওড়া মেইন ও কর্ড শাখায় ট্রেন চলছে স্বাভাবিক গতিতেই। একই দৃশ্য বর্ধমান, আসানসোল ও রামপুরহাট রেল পথেও। বাস চলাচলও স্বাভাবিক। সরকারি ও বেসরকারি বাস চলাচল করছে। সকাল থেকেই রাস্তায় মানুষ জনের ভীড় অন্যান্য দিনের মতই।
Like Us On Facebook