.
বর্ধমান শহরের বড় পুজোগুলোর মধ্যে অন্যতম আলমগঞ্জ বারোয়ারি। ২০১৭ সালে থিম ছিল ‘লক্ষ্য যখন শিকারে’(আদিবাসী জীবন)। বাঁশ, কঞ্চি, ফোম, দড়ি, প্লাই, তালপাতা, পাটকাঠি, সরকাঠি, মাদুরকাঠি সহ বিভিন্ন উপকরণ দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছিল। এবারের থিম ‘স্বর্গোদ্যানে মা’। গত বছরের মত এবারাও থিম মেকার গৌরাঙ্গ কুইল্যা।
Like Us On Facebook