.

২১ দফা দাবিতে হিন্দুস্তান মজদুর সংঘের কর্মীরা সোমবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইসিএলের ঝাঁঝরা এরিয়া অফিসে বিক্ষোভ দেখালেন। হিন্দুস্তান মজদুর সংঘের নেতা বিষ্ণু দেব নুনিয়ার নেতৃত্বে এদিন ঝাঁঝরা এরিয়ার অফিসে বিক্ষোভ সমাবেশ হয়। শ্রমিকরা এদিন কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার দাবিতে সোচ্চার হন।


Like Us On Facebook