কর্তব্যরত এক পুলিশ আধিকারিক গত পাঁচ দিন আগে থানা থেকে বের হয়ে নিখোঁজ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের উখড়া ফাঁড়িতে। উখড়া ফাঁড়ির ইনচার্জ পার্থ প্রতিম চক্রবর্তী গত পাঁচ দিন আগে পুলিশ পোষাকে থানা থেকে নিজের জিনিস পত্র নিয়ে বের হন। তারপর তিনি আর থানায় ফেরেন নি। ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্মকর্তারা উদ্বিগ্ন।

পুলিশ সূত্রে জানা গেছে, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা বিষয়টিকে পুলিশের কর্তব্যের শৃঙ্খলাভঙ্গ বলে মনে করছেন। পুলিশ আধিকারিক পার্থ প্রতিম চক্রবর্তীর আসল বাড়ি পুরুলিয়া। বাবা, মা, স্ত্রী ও দুই সন্তান বর্তমান পার্থ প্রতিম চক্রবর্তীর। বর্তমানে তাঁরা আসানসোলে থাকেন। কি কারণে পার্থ প্রতিমবাবু কর্তব্যরত অবস্থায় নিখোঁজ হয়ে গেলেন তা জানা যায় নি। তবে দুর্গাপুরের ডিসিপি পূর্ব অভিষেক মোদী এটিকে পুলিশ ডিপার্টমেন্টের শৃঙ্খলাভঙ্গের মধ্যে পড়ায় পার্থ প্রতিমবাবুর যে শাস্তি হতে পারে সেই ইঙ্গিত দিয়েছেন।

Like Us On Facebook