.

রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের ১৬ তম বর্ষের দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করে দিল বাজেপ্রতাপপুর মহিলা সংঘ। পুুজোটি হিন্দু মুসলমান সহ সকল ধর্মের মানুষদের নিয়ে উদযাপন করা হয়। পুজোর চাঁদা তোলা থেকে বিসর্জন সিংহভাগ কাজটিই করেন মহিলারা। এদিন খুঁটিপুজো উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মহম্মদ আলি, সমাজসেবী নুরুল আলম সহ অনান্যরা।

Like Us On Facebook