হয় তাদের কাজ করতে দেওয়া হোক, না হয় তাদের স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দেওয়া হোক। এই দাবি সহ ৩ দফা দাবিকে সামনে রেখেই বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন ওয়েস্ট বেঙ্গল স্কুল কম্পিউটার টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন সংগঠনের পক্ষ থেকে স্থায়ী চাকুরি, অবসরের বয়স ৬০ বছর করা এবং তাদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার দাবি জানানো হয়। জেলাশাসক সহ জেলা স্কুল পরিদর্শকের কাছে এই দাবিতে তাঁরা স্মারকলিপিও দেন।
সম্প্রতি রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের দাবি মেনে নেওয়ায় এদিন কম্পিউটার প্রশিক্ষকরাও একই দাবি করেছেন। তাঁরা জানিয়েছেন, বেসরকারি কোন সংস্থার অধীনে তাঁরা কাজ করবেন না। এদিন আন্দোলনকারীরা কার্জন গেটের সামনে কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন পরে নেতাজী মূর্তির পাদদেশে বসে বিক্ষোভ দেখান। সংগঠনের জেলা সভাপতি বিকাশ সোনকার বলেন, তাঁরা কেবলমাত্র কম্পিউটার নিয়েই প্রশিক্ষণ দিচ্ছেন না। এর পাশাপাশি তাঁরা স্কুলের বিবিধ কাজও করেন। সবুজশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজসাথি, সংখ্যালঘু বৃত্তি প্রভৃতি সরকারি প্রকল্পের কাজও তাদের করতে হচ্ছে। তিনি জানিয়েছেন, সম্প্রতি তাঁদের ৮০০ জনকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের কাজের কোন নিশ্চয়তা নেই। তাই তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। সরকারি কাজ করা যদি তাঁদের অন্যায় হয়ে থাকে, তাহলে তাঁদের স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিক সরকার।