রেশনের মাল বোঝাই একটি ভ্যান উল্টে গিয়ে ৭ জন জখম। শুক্রবার বেলা ১২ টা নগাদ ৭ জন মুটিয়া সমেত ভ্যানটি কুলটি থেকে আসানসোলের দিকে যাবার পথে নিয়ামতপুরের কাছে হঠাৎ উল্টে যায়। ৭ জন মুটিয়া আহত হন, তাঁদের মধ্যে ৩ জনকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।