গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা জুড়েও পালিত হল কন্যাশ্রী দিবস। মঙ্গলবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পালিত হল কন্যাশ্রী দিবস। এদিন জেলার ৫ জন কন্যাশ্রীকে নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য তাদের সংবর্ধিত করা হয়। এছাড়াও নাবালিকা বিয়ে আটকানোর জন্য কয়েকটি কন্যাশ্রী ক্লাবের টিম লিডারের হাতেও তুলে দেওয়া হয় পুরস্কার। উল্লেখ্য, ২০১৭-২০১৮ বর্ষে এই কন্যাশ্রী ক্লাবের সদস্যরা পূর্ব বর্ধমান জেলায় মোট ২৬২টি নাবালিকা বিয়ে আটকায়। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা কন্যাশ্রী প্রকল্পের আধিকারিক শারদ্বতী চৌধুরী প্রমুখরা।
মঙ্গলবার রাজ্য জুড়ে সরকার কন্যাশ্রী প্রকল্প পালন করল। এদিন সাড়ম্বরে দুর্গাপুরের নেপালি পাড়া হাইস্কুলে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে কন্যাশ্রী প্রকল্প পালন করা হল। দুর্গাপুরের মহকুমাশাসক ডা. শ্রীকান্থ পাল্লী অনুষ্ঠানে কন্যাশ্রী প্রাপকদের সম্মানিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা প্রশাসন ও দুর্গাপুর নগর নিগমের কর্তাব্যক্তিরা।
আসানসোলেও পালিত হল কন্যাশ্রী দিবস। ৫ম বর্ষ কন্যাশ্রী দিবস পালিত হল জেলা গ্রন্থাগার মঞ্চে। উপস্থিত ছিলেন জেলাশাসক শশাঙ্ক শেঠী, অতিরিক্ত জেলা শাসক খুরশিদ আলি কাদরি, মহকুমা শাসক প্রলয় রায়চৌধুরি, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ অনান্যরা। এদিন নাচে, গানে কবিতায় জমে ওঠে কন্যাশ্রী দিবস। ছিল নানান প্রতিযোগিতা। এছাড়া কৃতিদের পুরস্কৃত করা হয়।