পানাগড় বাজারে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃতের নাম শম্ভু বাউড়ি (২০)। বাড়ি কাঁকসার সুলকুনি পাড়ে। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শম্ভু সাইকেলে বাড়ি ফিরছিল। পানাগড় বাজারে একটি ট্রাক তাকে ধাক্কা মারলে শম্ভু গুরুতর আহত হয়। স্থানীয়রা শম্ভুকে উদ্ধার করে পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শম্ভুর মৃত্যুর খবর চড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন জড়ো হন পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে। মানুষজন উত্তেজিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। উত্তেজিত মানুষজনকে বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ।

Like Us On Facebook