.

স্বাধীনতা দিবসের আগে কোন রকম নাশকতা রুখতে নাকা চেকিং পুলিশের। রবিবার বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের গাংপুরে শক্তিগড় থানার পুলিশ নাকা চেকিং করে। বিভিন্ন ধরনের যানবাহন আটকে পুলিশ গাড়ির কাগজপত্র দেখে ও চেকিং করে। পাশাপাশি বাইক আরোহীদের হেলমেট পড়া নিয়েও সচেতনতা করা হয়। যে সমস্ত গাড়ির কাগজপত্র ঠিক নেই তাদের জরিমানা করা হয়। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়েও প্রচার করে পুলিশ।

Like Us On Facebook