অসুস্থ পশুদের সঙ্গে জন্মদিন পালন করলেন বর্ধমানের এক পশুপ্রেমী যুবক। বর্ধমানের কাঞ্চননগর রথতলা এলাকার বাসিন্দা সৌম্য চক্রবর্তীর শনিবার জন্মদিন ছিল। সেই উপলক্ষে বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টির বদলে দিনটা একটু অন্যরকমভাবে কাটানোর মনস্থির করেছিলেন সৌম্য ও তাঁর স্ত্রী শুভ্রা।
সেই পরিকল্পনা অনুযায়ী এদিন তিনি স্ত্রীকে নিয়ে চলে যান আহত বা অসুস্থ পশুপাখিদের পুনর্বাসন কেন্দ্র বর্ধমান অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে। বাড়ি থেকে রেঁধে নিয়ে গিয়েছিলেন মাংস-ভাত। সঙ্গে ছিল বিস্কুট। জন্মদিনের কেক কাটা হল সেখানেই। সৌম্যবাবুর কথায়, পশুপাখি ভালো লাগে, স্ত্রীও পশুপ্রেমী। বাড়িতেও একাধিক কুকুর রয়েছে।
একদিন অন্য কেউ এই পশুদের খাওয়া দাওয়ার দায়িত্ব নেওয়ায় খুশি সংস্থার কর্ত্রী তৃপ্তি চক্রবর্তী। তিনি বলেন, ওই দম্পতির কাছে থেকে অসুস্থ পশুদের সঙ্গে জন্মদিন পালন করার আবেদেন পেয়ে আমরা একটু অবাকই হয়েছিলাম। এই ধরণের প্রস্তাব এই প্রথম।