.

বর্ধমানের বাজেপ্রতাপপুরের একটি রাইস মিল থেকে উদ্ধার হল গন্ধগকুল। শনিবার সকালে রাইস মিলের ভিতরে কয়েকটি কুকুর গন্ধগোকুলটিকে আক্রমণ করে।আহত প্রাণিটিকে দুই পশুপ্রেমী অর্নব দাস ও অনিন্দ্য মন্ডল উদ্ধার করে বর্ধমান অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে নিয়ে যায়। বর্তমানে গন্ধগোকুলটি অনেকটাই সুস্থ। পুরোপুরি সুস্থ হলে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে সংস্থাটি থেকে জানানো হয়েছে।

Like Us On Facebook