বর্ধমানের বহিলাপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হল বৃদ্ধার মৃতদেহ। মৃতার নাম কণিকা দত্ত(৬৫)। বাড়িতে তিনি একা থাকতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান শহরের খোসবাগান লাগোয়া বহিলাপাড়ায় শুক্রবার সকালে একটি বাড়ি থেকে কটু গন্ধ ছড়িয়ে পড়লে এলাকার মানুষজনের সন্দেহ হয়। তাঁরা বর্ধমান থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। বাড়িতে কণিকা দত্ত একাই থাকতেন। ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পুলিশ তালা ভেঙে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।
Like Us On Facebook