জাতীয় সড়কে গলসিতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্য হল এক গৃহবধূর। আহত স্বামী ও জা। মৃতার নাম কাবেরী ভকত (৩০)। বাড়ি মানকরে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ধমান থেকে মানকর ফেরার পথে রবিবার দুপুরে ঘটে দুর্ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানে হস্টেলে থেকে পড়াশোনা করে মানকরের ভকত পরিবারের এক ছেলে ও মেয়ে। রবিবার সুকেশ ভকত ও তাঁর স্ত্রী কাবেরী ভকত এবং সুকেশবাবুর ভাইয়ের স্ত্রী নমিতা ভকত ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করার জন্য একটি চারচাকা গাড়িতে বর্ধমান আসেন। মেয়ে ও ভাইপোর সঙ্গে দেখা করে সুকেশবাবুরা এদিন দুপুরে মানকরের বাড়ি ফিরছিলেন। সুকেশবাবু নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সামনের সিটেই ছিলেন স্ত্রী কাবেরী ভকত। দুপুর তিনটে নাগাদ গলসির ফ্লাই ওভারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে মৃত্যু হয় কাবেরীদেবীর। পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় সুকেশবাবু ও নমিতাদেবীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।