শুক্রবার সাত সকালেই বর্ধমানের ঘোড়দৌড় চটি থেকে ২৫ জন যুব তৃণমূল কংগ্রেস কর্মী পায়ে হেঁটে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে। তাঁরা শনিবার সকালে পৌঁছে যাবেন ২১ জুলাইয়ের সভায়। ২-৩ সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে গেছে ২১ জুলাইয়ের প্রস্তুতি। মিছিল, মিটিং, সভা চলছে সর্বত্র। পিছিয়ে নেই মহিলা, যুব কিংবা তৃণমূল ছাত্র পরিষদও।
বর্ধমান ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পায়ে হেঁটে ২৫ জন যুবক শহীদ হওয়া কর্মীদের আত্মার শান্তি কামনায়, শহীদ দিবসকে স্মরণ এবং দলীয় সুপ্রীমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতেই যুব কর্মীদের পদযাত্রার আয়োজন। তাছাড়াও থাকছে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারমূলক পোস্টার। ২ নম্বর জাতীয় সড়ক ধরে ১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই যুব কর্মীরা পদব্রজে সভাস্থলে পৌঁছবেন। দলীয় কর্মীদের উৎসাহ দিতে এবং তঁদের যাত্রার সূচনা করতে এদিন উপস্থিত ছিলেন খোকন দাস, বাগবুল ইসলাম, শৌভিক পান সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। ২৫তম শহীদ দিবসে ২৫ জন যুব তৃণমূল কর্মীর ধর্মতলার উদ্দেশ্যে পদযাত্রা ঘিরে কর্মীদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ।